Close

মোংলায় টাটার মেশিনের শব্দে বাচ্চারা ভয়ে দরজা বন্ধ করে বসে থাকছে

টাটা কোম্পানির মেশিন চালু হয়েছে
শব্দে এলাকার মানুষের মাথা ব্যথা
বেড়েছে, শব্দ দুষনে এলাকার মানুষ
অস্থির হয়ে পড়েছেন। তারা চান টাটা কোম্পানি
বন্ধ হোক। আরও জানান স্থানীয় লোকজন এটির
জন্য বাচ্চারা ভয়ে কানে আঙ্গুল দিয়ে বসে থাকছেন বিকট শব্দ দুষনের ভবিষ্যৎ কি?

এখন পর্যন্ত এলাকার মানুষ এটার কোন প্রতিকার পাচ্ছেন না। কিভাবে পাবেন তা নিয়ে রয়েছেন শঙ্কায়।

সুন্ধরবন ঘেঁষে পূর্ব দিকে নদীর বিপরীতে মংলা টাটা কোম্পানি অবস্থিত যা পরিবেশের উপর বিরুপ প্রভাব ফেলছে। শব্দ দুষন, পানি দূষণ এবং স্থানীয় লোকজনের নানা অভিযোগ এই টাটা কোম্পানি নিয়ে। তারা আরও জানান আন্দোলন করেও আমরা কিছুই করতে পারলাম না। সব কিছুর দাম বেড়েছে তাতেও আমরা কিনে খাচ্ছি কিন্তু এর শব্দে এবার মনে হয়ে এইখানে আর থাকা হবেনা বাপ দাদার ভিটে মাটি বিক্রি করে অন্য কোথাও চলে যেতে হবে।

আরও জানান বাচ্চারা কেউ কেউ ভয়ে ঘরের দরজা বন্ধ করে বসে থাকছে।

মংলা খুলনা

svg294

Leave a reply