Close

About us.

  • কোকিলবিডি একটি ব্লগ সাইট। এখানে বিজ্ঞান এবং প্রযুক্তি সহ নানা ধরনের শিক্ষনীয় বিষয় সম্পর্কে আর্টিকেল লিখে থাকেন সদস্যগন। এবং এটি সবার জন্য উন্মুক্ত একটি ব্লগ ।
    বাংলা ভাষায় প্রায় ৯০ ভাগ পোষ্ট করা হয়ে থাকে। এখানে ব্যাবহারকারীরা তাদের লেখা পোষ্ট করে থাকে, এটা হতে পারে তাদের নিজেদের লেখা অথবা ইন্টারনেট থেকে সংগ্রহ করা।
  • ফাউন্ডার এবং চেয়ারম্যানঃ এ.এস.আর শাওন। তিনি ২০১২ সালে। (টেডবুক) নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরী করার সাথে যুক্ত ছিলেন , ফাউন্ডার হিসেবে। ব্যাপক সাড়া পেয়েছিলেন ।
  • ম্যানেজার/পরযবেক্ষকঃ রবিউল ইসলাম আপন। তিনি কোকিলবিডির ম্যানেজার হিসেবে কাজ করছেন
  • পরিষেবা পরিচালনাঃ জুনায়েদ হোসেন ফরহাদ। তিনি কোকিলবিডির রক্ষনাবেক্ষনের কাজ করছেন
  • বিজ্ঞাপন পরিচালনাঃ মোঃ এ এস আর সোহেল । তিনি কোকিলবিডির বিজ্ঞাপন বিভাগ পরিচালনার দ্বায়িত্বেে রয়েছেন।
  • ডেভলপারঃ আব্দুল্লাহ সেখ। তিনি ডেভলপার হিসেবে। এবং ASRIT Development Ltd. এর একজন ডেভলপার এবং সিকিউরিটি এক্সপার্ট।

  • কোকিলবিডির যাত্রাঃ ২০১৫ সালের দিকে এটি যাত্রা শুরু করে, এবং সাময়িক অসুবিধার জন্য ডোমেইনের মেয়াদ শেষ হয়ে গেলেও রিনিউ করা হয়নি তখন।
    আবার ২০১৯ সালে শুরু করে। এবং বর্তমানে এটি স্থানীয় মানুষদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

    কোকিলবিডিতে টাকা উপার্যনঃ
    কোকিলবিডিতে লেখকদের লেখার উপর ভিত্তি করে লেখার মান অনুযায়ী কিছু অর্থ প্রদান করে থাকে। কোকিলবিডিতে লেখকদের মধ্যে ঠিক কত টাকা প্রদান করা হবে তা নির্ধারিত হবে সম্পূর্ণ সাইটের ইনকামের উপর ভিত্তি করে তাদের একাউন্টে টাকা জমা হয়ে যাবে।

  • We are using responsive design to make our website adapt to any screen device, we are using: Mobile and Desktop version of our website. This makes our website much easier to navigate and load faster to mobile users.