Close

মোবাইল ফ্লাশ লাইট নষ্ট হয় না কেন?

Photo Credit – Internet (TechyLoud )

আমরা অনেক ব্রান্ডের মোবাইল ব্যবহার করি, এবং ফ্লাশ লাইট এখন সকল ফোনেই আছে। অন্য সকল ধরনের লাইট নষ্ট/ফিউজ হয় এটা কারো অজানা নয়। এখন আসি মোবাইল ফ্লাশ লাইট নষ্ট অথবা ফিউজ হয় না কেন?

কিছু কিছু বিষয় এখানে বুঝতে হবে আমাদের সাধারণত যখন আমরা বিদ্যুৎ ব্যবহার করি তখন কিন্তু ভোল্টেজ কম বেশি হয়। মোবাইলের ক্ষেত্রে আসি এবার এখানে বিদ্যুতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে । আর ফোনের ব্যাটারিও একটি নির্দিষ্ট পরিমানের ভোল্টেজ সাপ্লাই দেয় পুরো চিপ সেট কে ।

প্রসেসর এর প্রোগ্রামিং অনুযায়ী সব সময় ভোল্টেজ ব্যবহার করে । আর সেই সকল ক্যাপাসিটি বা ক্ষমতা মাথায় রেখেই এরকম এলইডি ফ্লাশ লাগানো হয় যেটা কখনো নষ্ট ফিউজ হয় না তার একমাত্র কারন এটাই।

 

আর হ্যাঁ এখন বলবেন আমার একটা নষ্ট হয়েছে কি আবল তাবোল পড়ছি!!

 

তাহলে এবারের পর্ব আপনার জন্য মোবাইলের ফ্লাস ও ফিউজ হয়।

 

এক মুখে দুই কথা?

না সকল ইলেকট্রনিএক্স জিনিস নষ্ট হয় এটা মানতেই হবে।

 

তবে ফোনের লাইটে একটি নির্দিষ্ট বৈদ্যুতিক গতি নির্ধারিত থাকায় অতিরিক্ত ভোল্টেজের কারণে লাইট ফিউজ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।

 

অনেক সময় মাত্রা অতিরিক্ত ব্যবহারের কারণে বা ফোন গরম হলে অথবা ফোনের ভিতর পানি প্রবেশ করলে ফোনের ফ্লাশ নষ্ট হতেও পারে।

 

তাহলে আপনার সকল প্রশ্নের উত্তর আশা করি পেয়েছেন।

লাইট নষ্ট হওয়ার অন্যতম মেইন কারণ হচ্ছে ওভার ভোল্টেজ কারেন্ট বা ওভার ফ্লো।

 

আশা করি উপকৃত হবেন টিপস টি দ্বারা। ভালো লাগলে লাইক দিবেন তাহলে লেখার আগ্রহ বেড়ে যায় ভালো লাগা থেকেই আপনাদের জন্য লিখি।

 

লেখকঃ Asr Shawon & Abdullah sk

svg559

Leave a reply