Close

সিলেটের ভয়াবহ বন্যায় প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে আকাশচুম্বী

 

Photo Credit – Internet ( Facebook )

সিলেটের বর্তমান অবস্থা ১ ঘন্টার জন্য যে বোট ভাড়া ১০০০-১২০০ টাকা ছিলো সেটা এখন ১ ঘন্টার জন্য ২০০০০ টাকা। ২-৩ ঘন্টার জন্য ৫০০০০ টাকা। ৫ – ১০ টাকার মোমবাতি ১০০ টাকায় কিনতে হচ্ছে। চিড়া, গুড়-মুড়ির দাম আকাশ ছোঁয়া ।

সুনামগঞ্জ সিলেটের বন্যা পরিস্থিতি খুব ভয়ানক আকার ধারণ করেছে। ক্রমাগত পানি বেড়েই চলছে।

তলিয়ে যাচ্ছে হাজারো ঘর-বাড়ী, ফসলী জমি, ভেসে যাচ্ছে গবাদিপশু ।

 

কুড়িগ্রাম সহ রংপুর, জামালপুর এবং অন্য সকল জেলায় ও পানি বৃদ্ধি পাচ্ছে । ক্ষনে ক্ষনে বৃষ্টিপাতের জন্য অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। নতুন নতুন এলকা প্লাবিত হচ্ছে ।

 

সিলেটের বন্যার জন্য স্থগিত করা হয়েছে ১৯ তারিখে শুরু হওয়া এস এস সি / সমমানের পরীক্ষা ।

 

বন্যা কবলিত মানুষদের খাবার, পানি, নিত্যপ্রয়োজনীয় পন্য দ্রব্য দিয়ে সাহায্য করার জন্য সেনাবাহিনী – নৌবাহিনী সহ অনেক ভলেন্টিয়াররা পাশে দাড়িয়েছে৷

 

তারা বন্যাকবলিত মানুষদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়ার কাজ করে যাচ্ছে ।

 

svg349

Leave a reply