ওগো পরানের প্রিয়া
ওগো পরানের প্রিয়া,
আমার ময়না – টিয়া,
বছর শেষে বাড়ি এসে,
করিব বিয়া
ওগো পরানের প্রিয়া,
আমার ময়না – টিয়া,
বছর শেষে বাড়ি এসে,
করিব বিয়া
ওগো পরানের প্রিয়া,
আমার ময়না – টিয়া (ও ও ও)
নৈশ-সাঝেঁ যাব আমি বন্ধু তোমার বাড়ি,
তোমার অঙ্গে সেদিন প্রিয়া থাকবে লাল শাড়ি
নৈশ-সাঝেঁ যাব আমি বন্ধু তোমার বাড়ি,
তোমার অঙ্গে সেদিন প্রিয়া থাকবে লাল শাড়ি
বিয়ার সাজন সাজিবে আমার পাশে বসিবে,
আদর দিমু তোমারে বাসর নিয়া
ওগো পরানের প্রিয়া,
আমার ময়না – টিয়া (ও ও ও)
বিয়ের পরে হানিমুনে যাব কক্সবাজার,
সেইখানে সাগরে আমরা পানি-ত দিমু সাতাঁর
বিয়ের পরে হানিমুনে যামু কক্সবাজার,
সেইখানে সাগরে আমরা পানি-ত দিমু সাতাঁর
করবো প্রেম-আলিঙ্গন,
কিযে মধুর ও লগন
ভয় লাগিলে আমারে ধরিয়ো জড়াইয়া
ওগো পরানের প্রিয়া,
আমার ময়না – টিয়া (ও ও ও)
রাঙ্গামাটি যাব মোরা আঁকাবাকা পথে,
গাছতলায় বলিব কথা হাত রাখিয়া হাতে
রাঙ্গামাটি যাব মোরা আঁকাবাকা পথে,
গাছতলায় বলিব কথা হাত রাখিয়া হাতে
মাসুদ হাসান তখন এ,
প্রেমের কোন যৌবনে,
দিবে তোমার অঙ্গের মাঝে ধূল ছিটাইয়া
ওগো পরানের প্রিয়া,
আমার ময়না – টিয়া,
বছর শেষে বাড়ি এসে,
করিব বিয়া
ওগো পরানের প্রিয়া,
আমার ময়না – টিয়া,
বছর শেষে বাড়ি এসে,
করিব বিয়া
ওগো পরানের প্রিয়া,
আমার ময়না – টিয়া (ও ও ও)