কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জনপ্রিয় একটি গজলের লিরিক্স।
লিরিক্সঃ
গড়েছো তুমি এই পৃথিবী জাহান
তুমি অসীম তুমি মহান,
তুমি পৃথিবীর পালন কারী
তুমি প্রভু বিশ্বযামী।
আমি তোমাকে খুঁজি
আমি তোমাকে দেখি
আমি তোমার প্রেমের কবিতা লিখি!!
এই পৃথিবীর পাড়ায় পাড়ায়
দুর আকাসের তাঁরায় তাঁরায়,
আঁখি দুটি মোর যায় হারিয়ে
হ্নদয়ে ছড়ায় তার অনুভতি,
আমি তোমাকে খুঁজি
আমি তোমাকে দেখি
আমি তোমার প্রেমের কবিতা লিখি!!
এই পৃথিবীর বিশালতায়,
ঐ পাহাড়ের ঝর্ণা ধারায়
আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে
হ্নদয়ে তোমার ছবি আঁকি
‘আমি তোমাকে খুঁজি
আমি তোমাকে দেখি
আমি তোমার প্রেমের কবিতা লিখি!!
গড়েছো তুমি এই পৃথিবী জাহান
তুমি অসীম তুমি মহান,
তুমি পৃথিবীর পালন কারী
তুমি প্রভু বিশ্ব জামি।
“আমি তোমাকে খুঁজি
আমি তোমাকে দেখি
আমি তোমার প্রেমের কবিতা লিখি!!
গজলটির লিরিক্স আপনাদের আশা করি ভালো লেগেছে।
এরকম আরও লিরিক্স পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে।
লাইক কমেন্ট করার অনুরোধ রইলো ধন্যবাদ সকলকে।
বিদ্রঃ সরাসরি গজল থেকে সংগৃহীত মানুষের উপকারের জন্য প্রকাশিত লিরিক্স টি। কপিরাইট শুধুমাত্র লেখকের যিনি গজলটি লিখেছেন। কোন সমস্যা হলে গজলের লেখকের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।