Close

অবিশ্বাস্য এক রেকর্ড করলো কাজল আরেফিন আমির ব্যাচেলরস কোরবানি

Photo Credit – Internet ( Dhruba TV )

 

মাএ ৪ দিনেই ১০ মিলিয়ন ভিউ অর্থাৎ ১০০ কোটির মাইল ফলক ।
সত্যি অবিশ্বাস্য রেকর্ড স্পর্শ করলো কাজল আরেফিন অমির ব্যাচেলরস কোরবানি ।
বাংলাদেশ নাটক ইন্ডাস্ট্রি তে কাজল আরেফিন অমির নাটক মানেই অন্য রকম টুইষ্ট একটা ব্যাপার।
তার নির্মিত ব্যাচেলরস পয়েন্ট দেশের জনপ্রিয়তার শীর্ষ স্থান দখল করে রেখেছে৷
রমজানের ঈদের সময় মুক্তি পাওয়া ব্যাচেলরস রমজান ৬ দিনে ১০০ কোটির মাইল ফলক স্পর্শ করলেও এবার কোরবানির ঈদে মুক্তি পাওয়া ব্যাচেলরস কোরবানি মাএ ৪ দিনেই ১০০ কোটি ভিউ অর্জন করে। ব্যাচেলরস কোরবানি তে কাবিল (পলাশ) , শুভ, হাবুভাই( চাষী আলম) পাশাভাই( মারজুক রাসেল) সহ সকলেই সুন্দর অভিনয় করেছেন৷ যা দর্শকদের খুব ভালো লেগেছে৷ নাটকটি Dhruba TV চ্যানেল থেকে পাবলিশ করা হয়েছে।
আন্তরিক অভিনন্দন কাজল আরেফিন অমি ভাই এবং ব্যাচেলরস পয়েন্ট সহ ফুল ব্যাচেলরস কোরবানি অভিনেতা – অভিনেত্রীদের।

তো ভিউয়ারস ব্যাচেলরস কোরবানি আপনার কেমন লেগেছে ? কমেন্ট করে অবশ্যই জানবেন ।

মজার মজার এমন নতুন সকল নিউজ সহ সবকরম নিউজ সবার আগে পেতে সবসময় কোকিলবিডির সাথেই থাকুন ধন্যবাদ।

svg309

Leave a reply