Close

Tiktok Apps কে সরিয়ে ফেলার নির্দেশ দিলো US Regulator ? কেন ? বিস্তারিত পড়ুন ।

US Regulator থেকে গুগল কে বলা হয়েছে Google Play store এবং Apple store থেকে টিকটক Apps সরিয়ে ফেলতে।

 

Tiktok Apps এতো বেশি জনপ্রিয়তা ভাল করেছে যে অন্য কোনো সোস্যাল মিডিয়া থেকে এর জনপ্রিয়তা বেশি।

 

টিকটক প্লাটফর্মটি শর্ট কন্টেন্ট করার জন্য ব্যবহারকারীর কাছে বেশ একটা পছন্দের Apps হয়ে গেছে।

 

ইউটিউব, ফেইসবুক সহ অনেক সোস্যাল মিডিয়া এখন শর্ট ভিডিও আপ দেয়ার অপশন চালু করলে ও টিকটকের মতো এতো জনপ্রিয় হতে পারেনি৷

 

যদিও Google US Regulator এর কথায় এখনো কোনো Response করেনি এবং Apps টি রিমুভ করেনি৷

টিকটক জানিয়েছে, তাদের Apps রিমুভ করলে তারা আইনি লড়াই করবে বলে প্রস্তুতি নিচ্ছে ।

 

বড় বড় টেক জায়ান্ট কোম্পানি এবং প্রযুক্তি কোম্পানিগুলো ধারনা করছে যে দিন দিন টিকটক অন্য সব জনপ্রিয় Social media platform থেকে এগিয়ে যাচ্ছে ও এটি চীনের তৈরী Tech Giant company হওয়ার কারণেই US এমন সিদ্ধান্ত নিয়েছে ।

 

এখন দেখার বিষয় যে খেলার মোর কোন দিকে যায়। US vs China কে জিতবে বলে আপনারা মনে করছেন? মতামত জানাতে ভুলবেন না।

 

এমন সুন্দর সব টেক নিউজ সহ সকল রকম কন্টেন্ট ইজি ভাবে পড়তে ও জানতে কোকিল বিড়ির সাথেই থাকুন৷ ধন্যবাদ । পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ।

svg332

Leave a reply