Close

পাট ক্ষেতের আগাছা দমন কারী ও অধিক কার্যকরী কীটনাশক বিকাশ

Photo: kokilbd

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই । আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদের সাথে পাট ক্ষেতের আগাছা দমন কারী বিকাশ কীটনাশকের প্রয়োগ এবং কাজ করে কিভাবে ব্যবহার করলে সঠিক সমাধান পাবেন তা নিয়ে আলোচনা করবো ।

তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ।
বিকাশ ৫০ ইসি যার মধ্যে রয়েছে (কুইজালোফপ – পি ইথাইল ) যা শুধুমাত্র পাটক্ষেতে জন্য না বরং চা ধৈঞ্চা ক্ষেতের আগাছা দমনের জন্য ব্যবহার করা হয় ।

ব্যবহারের আগে নির্দেশাবলীঃ
প্রতি লিটারে ৫০ গ্রাম সক্রিয় উপাদান কুইজালোফপ – পি ইথাইল আছে ।
বিকাশ ৫০ ইসি একটি দীর্ঘমেয়াদী ক্ষমতা সম্পন্ন পাঠ ও চায়ের আগাছানাশক ।
পাট ও চায়ের জমিতে ঘাস জাতীয় আগাছা গজানোর পর অথবা আগাছার ২-৩ পাতা গজালে প্রয়োগ করতে হবে ।

অনুমোদিত মাত্রাঃ
পাটের ক্ষেতে যেসব আগাছা দমন করেঃ ক্ষুদে শ্যামা আঙ্গুলি ঘাস । প্রতি ১০ লিটার পানিতে ১৩ মিলি এবং হেক্টরপ্রতি মাত্র ৬৫০ মিলি ।
১৬ / ১৮ লিটার মেশিনের দুই ড্রাম পানির সাথে মিশিয়ে বিকাশ ৫০ ইসি ক্ষেত্রে প্রয়োগ করবেন । অথবা বিকাশ ৫০ ইসি ৩২ লিটার পানির সাথে মিশিয়ে খেতে প্রয়োগ করবেন ।
এক বোতল বিকাশ দিতে পারবেন ৩৩ থেকে ৩৫ শতাংশ জায়গার জন্য । ৩২ লিটার পানির বেশি মিশাবেন না তাহলে কার্যক্ষমতা কমে যাবে ।

চা খেতের যেসব আগাছা দমন করেঃ মুথা ঘাস , আঙ্গুলি ঘাস । প্রতি ১০ লিটার পানিতে ১৩ মিলি এবং হেক্টরপ্রতি মাত্র ৬৫০ মিলি ।
১৬ / ১৮ লিটার মেশিনের দুই ড্রাম পানির সাথে মিশিয়ে বিকাশ ৫০ ইসি ক্ষেত্রে প্রয়োগ করবেন । অথবা বিকাশ ৫০ ইসি ৩২ লিটার পানির সাথে মিশিয়ে খেতে প্রয়োগ করবেন ।
এক বোতল বিকাশ দিতে পারবেন ৩৩ থেকে ৩৫ শতাংশ জায়গার জন্য । ৩২ লিটার পানির বেশি মিশাবেন না তাহলে কার্যক্ষমতা কমে যাবে ।

সতর্কতাঃ গন্ধ নেওয়া, স্বাদ নেওয়া, এবং ছিটানোর সময় সময় মুখে পান ও ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ ।
বাতাসের বিপরীতে খালি গায়ে স্প্রে করবেন না। ব্যবহারের পর পরই বোতল মাটিতে পুতে ফেলবেন। বিকাশ ৫০ ইসি ছিটানোর ১৪ থেকে ২১ দিনের মধ্যে ফসল সংগ্রহ বা খাওয়া নিষেধ ।

সংরক্ষণঃ খাদ্যদ্রব্য ও পশুখাদ্য থেকে দূরে শুষ্ক ছায়াযুক্ত স্থানে তালাবদ্ধ অবস্থায় সংরক্ষণ করবেন।
বিষক্রিয়ার লক্ষণঃ গিলে ফেললে অরুচি ও বমি বমি ভাব হতে পারে ‌।
প্রাথমিক চিকিৎসাঃ গায়ে লাগলে সাবান দিয়ে শরীর ধুয়ে ফেলুন । পরিধেয় বস্ত্র বদলে ফেলুন । চোখে গেলে অন্তত ১০ মিনিট পানির ঝাপটা দিন । গিলে ফেললে খুব দ্রুত বমি করান । রোগীকে খোলা বাতাসে রাখুন এবং ডাক্তারের পরামর্শ নিন অথবা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিন ‌।

প্রতিষেধকঃ সুনির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই। লক্ষণ অনুযায়ী চিকিৎসা করাতে হবে ।
রেজিঃ নং – এপি ৪১৫৫ । (গ্রীন বাংলা এগ্রোভেট লিমিটেড কোম্পানির একটি পণ্য )
যার খুচরা মূল্য ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত হয়ে থাকে । বিকাশ প্রয়োগের ফলে ক্ষেতের এক বিজি সকল আগাছা সাথে সাথে দমন হয়ে যাবে ‌।
কিনার সময় দোকান থেকে উৎপাদনের তারিখ ব্যবহারের সময় সীমা এবং বোতল নতুন কিনা তা ভালভাবে যাচাই করে নিবেন ।

ধন্যবাদ সবাইকে । কৃষি বিষয়ক পরামর্শের জন্য কিংবা মেডিসিন সম্পর্কে জানার জন্য আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা যথাযথ সঠিক উত্তর দেয়ার চেষ্টা করবো ।

svg540

Leave a reply