Close

ইউটিউবিং করে মিলিয়নিয়ার

Technical guruji

 

প্রযুক্তি রিলেটেড ভিডিও দেখেন অথচ টেকনিক্যাল গুরুজি (Technical Guruji) কে চিনেন না হয়তো এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।

Technical Guruji ইউটিউব চ্যানেলটি পরিচালনা করেন গৌরব চৌধুরী । তিনি একজন ভারতীয় সফল টেক রিভিউয়ার, উদ্যোক্তা। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে তিনি বসবাস করেন৷ ত্রিশ বছর বয়সী গৌরব প্রথম ২০১৫ সালে ইউটিউবিং শুরু করেন৷ তিনি মূলত নতুন নতুন সকল ইলেকট্রনিক গ্যাজেট রিভিউ সহ সমস্যা ও তার সমাধান নিয়ে ভিডিও বানিয়ে থাকেন৷ বড় বড় টেক কোম্পানি সহ মোবাইল কোম্পানিগুলোর স্পন্সর নিয়ে প্রমোশন ভিডিও করে থাকেন। তার চ্যানেলের বর্তমান সাবসক্রাইবার সংখ্যা ২২.১ Million অর্থাৎ ২.২২ কোটি। ভিউজ সংখ্যা ৩ বিলিয়ন এর বেশি। গৌরব চৌধুরীর Technical Guruji ইউটিউব চ্যানেলের পাশাপাশি আরও দুটি চ্যানেল রয়েছে যার একটির নাম Gaurav Chaudhury যার সাবসক্রাইবার সংখ্যা ৫১.৯ লাখ এবং অন্যটি TG Shorts যার সাবসক্রাইবার সংখ্যা ৬.০২ লাখ। ইউটিউবিং করে গৌরব চৌধুরীর মোট সম্পদের পরিমাণ প্রায় ৪৫ মিলিয়ন ডলার যা ভারতীয় মূদ্রায় ৩৫২ কোটি ১৮ লক্ষ ২০ হাজার রুপি।

ভারতীয় টেক ইউটিউবারদের মধ্যে শীর্ষ স্থান দখল করে রেখেছে Technical Guruji চ্যানেলটি। ভারত সহ এশিয়ার মধ্যে জনপ্রিয় ইউটিউবার গৌরব চৌধুরী ।

 

এমন সব সুন্দর সুন্দর টেক নিউজ সহ সকল নিউজ সহজ ভাবে পড়তে সবসময় কোকিলবিডির সাথেই থাকুন৷

ধন্যবাদ।

 

 

svg291

Leave a reply