Close

দাম কমলো সয়াবিন তেলের

Photo Credit – Internet

ভোজ্য তেলের দাম এমন ভাবে বেড়ে গেছিলো যা সাধারণ মানুষের সাধ্যের বাইরে। উচ্চ মূল্য দিয়ে সাধারণ মানুষের তেল কিনতে হতো। অনেক দোকানদার দাম বেশি চাইলে ক্রেতা পূর্বের মূল্য দিতে চাইলে বলতো তেল নাই৷ ভোক্তা অধিকার অধিদপ্তর প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে অনেক অসাধু ব্যবসায়ী কে জরিমানা সহ দোকানের লাইসেন্স বাতিল করে দেন। সরকার কর্তৃক তেলের দাম নির্ধারণ করে দেয়ার পরও মানুষ কম দামে কিনতে পারছে না। ২১ জুলাই ২০২২ হতে ভোজ্য তেলের হ্রাসকৃত দামে তেল কিনতে পারবে জন-সাধারণ।

যদি কোনো ব্যবসায়ী তেলের দাম বেশি চায় উল্লেখিত মূল্যে দিতে না চায় তাহলে ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ জানান এবং বেশি দাম চাইলে সাথে সাথে কিনার সময় দোকানদারের থেকে রশিদ চেয়ে নিবেন। সাথে বেশি দামে কিনেছেন সেগুলোর ছবি অথবা ভিডিও করে রাখতে পারেন।

ভোক্তা অধিকার সবসময় ভোক্তাদের সাথে আছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার জন্য তাদের কাছে আপনার অভিযোগ জানাবেন৷

ধন্যবাদ

svg217

Leave a reply