Close

সিলেটের বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে স্বপ্নের মদনখালী সংগঠন

Photo Credit – Internet ( Collect from Facebook )

স্টাফ রিপোর্টারঃ

মুন্সিগঞ্জের বিক্রমপুরের বাড়ৈখালী ইউনিয়নের মদনখালী গ্রামের সংগঠন ” স্বপ্নের মদনখালী সিলেটের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছে।

 

সংগঠনটি সিলেটের বন্যার্তদের মাঝে ৬০,০০০ টাকা দিয়ে সাহায্য করেছেন।

 

স্বপ্নের মদনখালী গড়তে চাই ফেইসবুক গ্রুপের এডমিন Ln Sajib Ahmed ভাই জানিয়েছেন, স্বপ্নের মদনখালী সংগঠন থেকে সিলেটে সাহায্য পাঠানো নিয়ে আমরা সরাসরি কাজ করছি না। তবে সাহায্য গুলো অন্যদের মাধ্যমে দেয়া হয়েছে।

 

১. হেল্পলাইন সংগঠনের মাধ্যমে – ৪০,০০০ ( চল্লিশ হাজার টাকা)

২.ব্যারিস্টার সুমন ভাইয়ের মাধ্যমে – ২০,০০০ ( বিশ হাজার টাকা)

 

স্বপ্নের মদনখালী সবসময় উন্নয়ন মূলক কাজ গুলো খুব সুন্দর ভাবে করে থাকেন।

 

সংগঠনটি গ্রামের যবুক থেকে শুরু করে প্রায় সকল বয়সী মানুষদের নিয়ে গড়ে উঠে।

 

ইতিমধ্যে তারা মাদকের বিরুদ্ধে কঠোর ভাবে কাজ করে যাচ্ছে এবং তা নির্মূল করতে সক্ষম হয়েছে।

 

মদনখালী গ্রামের প্রতিটি রাস্তা সহ খার্হ্রা গ্রামের বিভিন্ন জায়গায় ল্যামপোস্ট লাগানো, ব্রিজ রং করা, মদনখালীর মেইন রাস্তায় সিসি ক্যামেরা লাগিয়ে গ্রামটিকে আধুনিকতার ছোঁয়া দিয়েছেন ।

 

সিলেটের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানোর জন্য এবং উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করার জন্য Ln Sajib Ahmed ভাই সহ স্বপ্নের মদনখালী সংগঠনের সকল সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ।

svg1037

Leave a reply