Close

রঙ্গিন এই পৃথিবী ছাড়িতে হইবে লিরিক

আজ আপনাদের সাথে জনপ্রিয় একটা গজলের লিরিক্স শেয়ার করতে যাচ্ছি গজলটির লিরিক্স নিচে দেওয়া হলঃ

…………..গজল লিরিক্স……………..

রঙ্গিন এই পৃথিবী ছাড়িতে হইবে
সাধের এই দেহ মাটিতে খাইবে।।।
শূন্য হবে জিন্দেগানী
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি রে মন……. (২ বার)

…………..গজল লিরিক্স……………..

কার লাগিয়া এতো মায়া, এতো চোখের পানি?
সন্ধ্যা হলে ডুবিবে বেলা
সাঙ্গ হবে ভবেরই মেলা!!
কেউ বা দিবে আখেরী গোসল!
কেউ বা আনবে আতরদানি…….
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি রে মন…

…………..গজল লিরিক্স……………..

কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি??
রঙ্গিন এই পৃথিবী ছাড়িতে হইবে
সাধের এই দেহ মাটিতে খাইবে!
শূন্য হবে জিন্দেগানী
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি রে মন….

কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি ?
কত আশার বাসা তোমার
নিমিষেতে হবে চুরমার!
কেউ বা ডাকবে মা মা করে,
সাড়া তো দিবে না জননী
কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি রে মন……

…………..গজল লিরিক্স……………..

কার লাগিয়া এতো মায়া,
এতো চোখের পানি?
রঙ্গিন এই পৃথিবী ছাড়িতে হইবে
সাধের এই দেহ মাটিতে খাইবে!!
শূন্য হবে জিন্দেগানী…
কার লাগিয়া এতো মায়া
এতো চোখের পানি রে মন….
কার লাগিয়া এতো মায়া, এতো চোখের পানি!!!

…………..গজল লিরিক্স……………..

গজল টির লিরিক একমাত্র লেখকের ক্রেডিট কারো কিছু জানার থাকলে বা সমস্যা হলে অবশ্যই লেখকের সাথে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র লিরিক টি আপনাদের উপকারের জন্য শেয়ার করেছি ধন্যবাদ।

svg2972