Close

প্রাথমিক শিক্ষা নিয়োগ পরিক্ষার হলে কি করবেন?

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষার হলে আপনি সময় পাবেন মাত্র এক ঘন্টা।

প্রশ্ন থাকবে কয়টি?
লিখতে হবে কি কিছু?
হ্যাঁ omr শিটে আপনাকে বাংলাদেশের সম্পর্কে কিছু লিখতে হবে ৩ টা বাংলায় এবং ২ টা ইংরেজিতে
১) বাংলায় ৩ টি বাক্য লিখতে হবে বাংলাদেশ নিয়।
২) ইংরেজিতে ২ টি বাক্য লিখতে হবে বাংলাদেশ নিয়।

তারপর আপনাকে প্রশ্ন দিবে, এবার কি করবেন
১) সময়ের দিকে খেয়াল করবেন এবং প্রশ্ন ভালোভাবে পড়ে উত্তর দিবেন।

২) মনে রাখবেন ১ টা প্রশের উত্তর দিতে ১ মিনিটেরও কম সময় লাগাবেন না হলে সকল উত্তর দিতে পারবেন না।

৩) চেষ্টা করবেন ভুল উত্তর না দেওয়ার কারন ৪ টি ভুল উত্তরে আপনার ১ মার্ক কেটে নেওয়া হবে। আপনার সঠিক উত্তরের মার্ক থেকে।

৪) সময়ের মুল্য দিতে হবে তাহলে ভালো ফলাফল আশা করা যাবে এবং আপনার পড়ার উপর নির্ভভঅর করবে।

* নোটঃ কোন সিরিজের বই ভালো হবে? আমার মতে (নবদূত) সিরিজের বই ভালো হবে।
তবে অন্যান্য সিরিজের বইও পড়ে যাবেন।

আশাবাদী আপনি কিছুটা ধারণা পেয়ে গিয়েছেন ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষার হল সম্পর্কে।
আমি আব্দুল্লাহ সেখ আজকের মত এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ।

Leave a reply