Close

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব ১

Photo credit Internet ( Facebook )

• পদ্মা সেতুর অফিশিয়াল নাম কি ?

উঃ পদ্মা বহুমুখী সেতু

• পদ্মা সেতুর দুই প্রান্তের সংযোগ স্থানের নাম কি ?

উঃ মাওয়া ও জাজিরা

• পদ্মা সেতুর নির্মাণ ব্যয় কত ?

উঃ ৩০,১৯৩ কোটি টাকা

• সেতুর ধরন কি?

উঃ দ্বিতলা (উপরে সড়ক এবং নিচে রেলপথ)

• প্রত্যক্ষভাবে পদ্মা সেতুতে জড়িত কোন কোন স্থান ?

উঃ মাওয়া, শিবচর এবং জাজিরা

• পদ্মা সেতুর মোট স্প্যান কতটি?

উঃ ৪১ টি

• পদ্মা সেতুর স্প্যানের দৈর্ঘ্য কত?

উঃ ১৫০ মিটার

• পদ্মা সেতুতে মোট পিলার আছে কতটি?

উঃ ৪২ টি

• পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হয় কবে ?

উঃ ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর

• পদ্মা সেতু সংযোগ স্থাপন করে কতটি জেলার সাথে ?

উঃ মোট ২৯ টি জেলার সাথে, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের ২১ টি জেলার সাথে

• পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ?

উঃ ৬.১৫ কিলোমিটার

• পদ্মা সেতুর সংযোগ সড়ক এর দৈর্ঘ্য কত ?

উঃ ৩.১৫ কিলোমিটার

• পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত ?

উঃ ৩৮৩ ফুট

• পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীলতার মাত্রা কত?

উঃ রিখটার স্কেলে ৯ মাত্রা

 

svg362

Leave a reply