Close

NU 2020 সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া

২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া।
২০২০ সালের শেষ বর্ষের রেজাল্ট প্রকাশ করা হয়েছে ২৫ মে ২০২২ । অনেক পরীক্ষার্থী তাদের কাংখিত রেজাল্ট পায়নি এবং অনেকের ফেইল আসছে তারা কিভাবে সহজেই বোর্ড চ্যালেন্জ করবেন দেখে নিন।
ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু ২৯ – ০৫ – ২০২২ (সকাল ১০ টা থেকে) এবং আবেদন শেষ ২৩ – ০৬ – ২০২২ ( বিকাল ৪টা পর্যন্ত)

আবেদন করতে হবে অনলাইনে এবং টাকা ও অনলাইনে জমা দিতে হবে।
Pay Slip সংগ্রহ এবং জমাদানের সঠিক নিয়মাবলিঃ
১.জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে https://103.113.200.36/PAMS/ICT/Unit/Re-scuting.aspx হতে অনলাইনে আবেদন ফরম পূরন করে Pay Slip ডাউনলোড করে নিতে হবে।
২. Pay slip ডাউনলোড হলে তা নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের Online Payment গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা – যেমন – নগদ, বিকাশ কিংবা রকেটর মাধ্যমে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবেন
অনলাইনে পেমেন্ট প্রক্রিয়ার ভিডিওঃ

৩. বিভিন্ন কার্ডের মাধ্যমে ও করতে পারবেন যেমনঃ AMERICAN EXPRESS, VISA DBBL, NEXUS, MASTER CARD অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবেন।
ফি প্রদান করার সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে।
নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবদেন ফরম পূরন করা, pay slip download করা এবং টাকা জমা দেওয়া যাবে না।
ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা দেওয়া এবং যে কোনো প্রকার উদ্ভুত জটিলতার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য প্রতি কোর্স ফি ৮০০ টাকা করে দিতে হবে।
আবেদন করার সময় বিষয় কোড ভালোভাবে পূরণ করতে হবে।
আপনার যদি কোন প্রশ্ন থাকে আমাদের জানাতে ভুলবেন না এবং একটি লাইক দেওয়ার অনুরোধে রইলো।

svg370

Leave a reply