Close

অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২২

NU Honours 3rd Year Result 2019 । খুব সহজে দেখুন
অনার্স ৩য় বর্ষের রেজাল্ট কবে দিবে? এই নিয়ে চলছে নানা রকম গুঞ্জন । কেউ বলেছে জুলাই মাসের ১ম সপ্তাহে দিবে আবার কেউ বলছে ২য় সপ্তাহে দিবে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট নিয়ে কোনো নোটিশ প্রকাশ করেনি এখনো। তাই সবাই বলতেছে জুলাই মাসের শেষ সপ্তাহে রেজাল্ট দিবে। সাধারণত অনার্স এর রেজাল্ট গুলো পরীক্ষা শেষ হওয়ার ৩ মাস ( ৯০) দিনের ভিতরে প্রকাশ করে। অনার্স ৩য় বর্ষের পরীক্ষা শুরু হয় মার্চের ৫ তারিখ ২০২২ এবং শেষ হয় এপ্রিল ৪ তারিখ ২০২২ ।
অনার্স ৩য় বর্ষের রেজাল্ট প্রস্তুত জুলাই মাসের শেষ সপ্তাহের যে কোনোদিন প্রকাশ করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, জুলাই ২৭ ২০২২ তারিখ বুধবার অনার্স ৩য় বর্ষের রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবণা রয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এখনো নোটিশ প্রকাশ করেনি তবে ২৭ তারিখের মধ্যে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি।
অনলাইনে সবার আগে রেজাল্ট দেখার প্রক্রিয়াঃ
* ভিজিট – https://www.nu.ac.bd/results
* তারপর Go to the Hon’s menu.
* তারপর Go to the Honours 3rd year sub menu.
* তারপর রেজিট্রেশন নাম্বার এবং রোল নং দিবেন।
* Exam Year এ অবশ্যই ২০২০ লিখবেন।
* তারপর সিকিউরিটি ক্যাপচা পূরণ করে রেজাল্ট দেখে নিবেন।

অফলাইনে SMS এর মাধ্যমে রেজাল্ট দেখার প্রক্রিয়াঃ
* প্রথমে আপনার ফোনের মেসেজ অপশনে যাবেন এবং Enter The New massage অপশনে ঢুকবেন।
* তারপর লিখবেন
NU <space> H3 <space> Roll/ Registration number তারপর সেন্ট করবেন ১৬২২২ নাম্বারে।
উদাহরনঃ NU H3 16222568726 Send To 16222.
গ্রামীনফোন থেকে মেসেজ পাঠালে কাজ না করলে রবি অথবা বাংলালিংক সিম দিয়ে ট্রাই করবেন।

দ্রুত রেজাল্ট দেখার ওয়েবসাইটঃ
https://www.nu.ac.bd/results
https://nubd.info/results

ধন্যবাদ

svg694

Leave a reply