Close

ভারত কি তবে শ্রীলংকার পথে হাটছে ?

Indilanka

ভারত কি তবে শ্রীলঙ্কার পথে

ভারতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। এমন অবস্থা বেশিদিন চলতে থাকলে দেশটির অবস্থা হয়তো শ্রীলংকার মতো হবে বলে মনে করছেন অনেকে। যেসব জিনিস পত্রের দাম বেড়েছেঃ

চালঃ আগের দাম ছিলো ৯০ রুপি প্রতি কেজি এখন দাম বেড়ে ২২০ রুপি৷

লাল পেঁয়াজঃ আগে ছিলো ৪৯০ রুপি প্রতি কেজি এখন দাম কমে ৩২০ রুপি৷ পেঁয়াজের উৎপাদন বাড়ার জন্য দাম কমেছে।

মাছ(সালায়া) – আগের ১ কেজি মাছের দাম ছিলো ২৪০ রুপি এখন তা দাম বেড়ে ৭০০ টাকা পর্যন্ত হয়েছে।

আলুঃ আলু প্রতি কেজি আগে ছিলো ২৪০ রুপি বর্তমানে তা বেড়ে ৪৩০ রুপিতে ঠেকেছে।

নারিকেল তেলঃ পূর্বের দাম ৩২০ রুপি বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ৭৪১ রুপিতে ঠেকেছে ।

 

জিনিসপত্রের দাম দ্বিগুনের চেয়ে বেশি। পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদেরকে এখনই সচেতন হতে হবে। অন্য দেশের উপর নির্ভরশীল না হয়ে নিজেদের উৎপাদন বাড়াতে হবে৷

svg301

Leave a reply