Close

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব ২

• পদ্মা সেতুর ৪১তম স্প্যান বসানো হয় কবে ?

উঃ ২০ ডিসেম্বর ২০২০

• পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হয় কোথায়?

উঃ ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর

• পদ্মা সেতুর শেষ স্প্যানটি কত নম্বর?

উঃ ৪১ তম

• পদ্মা সেতুর অর্থায়ন করে কে ?

উঃ বাংলাদেশ সরকার

• পদ্মা সেতুর নির্মাণ পরামর্শক প্রতিষ্ঠানের নাম কি?

উঃ কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন ( দক্ষিণ কোরিয়া )

• পদ্মা সেতুর সমীক্ষা পরামর্শক কোন প্রতিষ্ঠান ?

উঃ জাইকা (জাপান)

• পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি ?

উঃ চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড ( চীন )

• পদ্মা সেতুর প্রস্থ কত ?

উঃ ১৮.১০ মিটার ( ৫৯.৩৮ ফুট )

• পদ্মা সেতুর নদী শাসন প্রতিষ্ঠানের নাম কি ?

উঃ সিনোহাইড্রো কর্পোরেশন ( চিন )

• পদ্মা সেতুর লেন কয়টি ?

উঃ ৪ টি

• পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর ?

উঃ ১০০ বছর

• পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের ওজন কত ?

উঃ ৩২০০ টন

• পদ্মা সেতুতে মোট পাইল আছে কতটি ?

উঃ ২৯৪ টি

• পদ্মা সেতুর ডিজাইনার কোন প্রতিষ্ঠান ?

উঃ AECOM ( যুক্তরাষ্ট্র )

• পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে কবে?

উঃ ৭ ডিসেম্বর ২০১৪ সালে

• মূল সেতুর কাজ উদ্বোধন করা হয় কখন?

উঃ ১২ই ডিসেম্বর ২০১৫ সালে

• পদ্মা সেতুর প্রথম স্প্যান স্থাপন করা হয় কখন ?

উঃ ৩০ শে সেপ্টেম্বর ২০১৭ সালে

• পদ্মা সেতুর শেষ স্প্যান স্থাপন করা হয় কখন?

উঃ ১০ ডিসেম্বর ২০২০ সালে

• পদ্মা সেতুর প্রথম ল্যাম্পপোস্ট স্থাপন করা হয় কবে ?

উঃ ২৫ নভেম্বর ২০২১ সালে

• মূল সেতুর পিচ ঢালাই শুরু হয় কবে ?

উঃ ১০ নভেম্বর ২০২১ সালে

• পদ্মা সেতুর প্রথম সড়ক স্লাব স্থাপন করা হয় কখন?

উঃ ১৯ মার্চ ২০১৯ সালে

• পদ্মা সেতুর সর্বশেষ সড়ক স্লাব স্থাপন করা হয় কখন ?

উঃ ২৩ আগস্ট ২০২১ সালে

ধন্যবাদ । মজার মজার সকল নিউজ এবং শিক্ষামূলক ও বিজ্ঞানমূলক সকল প্রকার আপডেট পেতে কোকিলবিডির সাথেই থাকুন ।

svg372

Leave a reply