

তাহলে বন্ধুরা আজকে আমরা 500 জিপি পয়েন্ট দিয়ে ইন্টারনেট বান্ডেল কিনব এবং এই জিপি পয়েন্ট কিভাবে আমরা পাব তা নিয়ে আলোচনা করব। আপনি ফ্রিতে নিতে পারবেন 500 পয়েন্ট, তার জন্য আপনাকে ডাউনলোড mygp app এই লিংকে গিয়ে ডাউনলোড করে নিতে হবে জিপি মাই জিপি অ্যাপস। ডাউনলোড শেষ হয়ে গেলে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে নিবেন। অবশ্যই গ্রামীণফোন মোবাইল নাম্বার হতে হবে। তারপর আপনার একাউন্টটি হয়ে গেলে। আপনি নিচে লেখা দেখবেন একটু নিচে লেখা রয়েছে জিপি পয়েন্ট।
আপনি ওই জিপি পয়েন্ট এ ক্লিক করুন, এবার আরও একটি অপশন দেখতে পাবেন ওখানে।
আপনার কত জিপি পয়েন্ট রয়েছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। তার একটু নিচেই রয়েছে রেফার এন্ড আর্নস পয়েন্টস।
ওখানে আপনি ক্লিক করুন এবার দেখতে পাচ্ছেন ওখানে আপনাকে একটা লিংক দেওয়া হয়েছে, ওই লিংকটি কপি করুন এবং আপনার বন্ধুদের কাছে ওই লিংকটি শেয়ার করুন।
তখন তাদেরকে বলে দিন তারা যেন my-gp এই লিংকে গিয়ে মাই জিপি অ্যাপস টি ডাউনলোড করে তারা সাইন আপ করে, তাহলে আপনি পেয়ে যাবেন 500 পয়েন্ট।
এই পয়েন্ট দিয়ে আপনি কিভাবে ইন্টারনেট কিনবেন?
আপনার বন্ধু যখন একাউন্ট কমপ্লিট করবে তখন আপনাকে মাই জিপি অ্যাপস এ ঢুকতে হবে তারপর আপনি দেখতে পাবেন ওখানে আপনাকে 500 পয়েন্ট দেওয়া হয়েছে।
অবশ্যই আপনাকে মেসেজ এর মাধ্যমে সেটি জানিয়ে দেওয়া হবে মেসেজ আসা মাত্রই আপনি চেক করে নিবেন।
আপনার মাইজিপি পয়েন্ট এবং আবারো আপনার অ্যাপসের মাই জিপি একাউন্ট ওপেন করবেন।
এবার জিপি পয়েন্ট এ ক্লিক করুন তারপর আপনি দেখতে পাচ্ছেন গেট অফার অর্থাৎ ওখানে আপনি ক্লিক করলে আপনি মিনিট বান্ডেল থেকে শুরু করে ইন্টারনেট বান্ডেল সব কিছু কিনতে পারবেন।
ওখানে আপনি কত পয়েন্টে কতটুকু ইন্টারনেট কতটুকু মিনিট সব কিছুই দেখতে পাবেন।
তাহলে আর দেরি কেন আপনি আপনার বন্ধুকে রেফার করুন আপনি পাঁচশত পয়েন্ট পেয়ে যান আপনার বন্ধু রেফার করলে আপনার বন্ধুও পেয়ে যাক 500 পয়েন্ট।
তাহলে আমরা টাকা ছাড়াই কিনে ফেললাম ইন্টারনেট বা মিনিট বান্ডেল।
ভাল থাকবেন সুস্থ থাকবেন, আর কোন প্রশ্ন থাকলে আমাকে এখানে কমেন্টের মাধ্যমে জানাবেন।
আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে সর্বদা প্রস্তুত রয়েছি। আমার আর্টিকেলটি আপনাদের কাছে ভাল লাগলে শেয়ার করবেন এবং আমাদের ব্লগ যদি কোন পোস্টে উপকৃত না হন তাহলে সেখানে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমরা সে আর্টিকেলটি আমাদের ব্লগ থেকে সরিয়ে ফেলব।
আপনাদের পাশে থাকবো আরো নতুন নতুন অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি আব্দুল্লাহ।
ভাল থাকবেন খোদা হাফেজ।
1 Comment
Comments are closed.
April 9, 2020 at 1:12 pm
এই অফারটি নতুন মাই জিপি অ্যাপ ইউজাররাই শুধু পাবেন ধন্যবাদ সকলকে