Close

২০২২ – ২৩ অর্থবছরে তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে

২০২২ – ২৩ বাজেটে দাম বাড়তে পারে যেসব জিনিস পত্রের

সাধারণত প্রতি বছর জুন মাসে বাজেট প্রণয়ন করা হয়।
বাজেট অনুমোদনের পর তা পরবর্তী অর্থবছরের জন্য কার্যকর হয়ে থাকে। বাজেট প্রণয়ন করা হয় ১২ মাসের জন্য বা ১ বছরের জন্য

যা চলতি বছরের ১লা জুলাই হতে পরবর্তী বছরের ৩০শে জুন পর্যন্ত কার্যকর হয়ে থাকে।

দাম বাড়তে পারে যেসব দ্রব্যেরঃ

১.মুঠোফোন
২.ফ্রিজ
৩.রেলের টিকিট
৪.পানির
৫.গাড়ি
৬.মুঠোফোনের বিদেশি চার্জার
৭.দেশলাই
৮.পানি বিশুদ্ধ করণ যন্ত্র
৯.ক্যাশ রেজিস্ট্রার
১০. বিদেশি পাখি
১১.ট্রেনের প্রথম শ্রেনির টিকিট
১২.লেপটপ
১৩. বিড়ি – সিগারেট

দাম কমতে পারেঃ
১.রেস্তোরাঁয় খাবার
২. হুইল চেয়ার
৩.কাজুবাদাম
৪.মুড়ি, চিনি
৫.পশুখাদ্য
৬.রড়
৭.টাওয়েল
৮.পয়ঃশোধনাগার
৯. কাঠের বাড়ি

লেখকঃ Shawon

svg263

Leave a reply