Close

আইনুদ্দিন আল আজাদ বন্ধু ভুলে যেওনা কখনও গজল লিরিক

আজ আপনাদের সাথে শেয়ার করবো আইন উদ্দীন আল আজাদের সেই সেরা গজলের লিরিক্স।
————–গজল লিরিক্স—————–

বন্ধু ভুলে যেওনা কখনও
যেখানেই থাকো যেভাবেই থাকো
মনে রেখ আমিও আছি তখনো।
বন্ধু ভুলে যেওনা কখনও
একি সাথে চলেছি, একি পথে চলেছি, একি সুরে গায়েছি গান।
মিলে মিশে থেকেছি এমনি যেন, এক দেহ এক এক প্রাণ। (২ বার)।

————–গজল লিরিক্স—————–

আজ কত দূরে…. কেবা কোন শহরে
আমি আছি আমি আছি কাছেতে যেন।
বন্ধু ভুলে যেওনা কখনও (২ বার)

স্বার্থের সুবাদে, জীবিকার তাগিদে জানিনা আজ কে কোথায়…
মনে পড়ে যখননি কাতর হয়ে যাই, কাতরে উঠি গো বিয়োগ ব্যাথায়। (২ বার)
স্মৃতিগুলো যত, ছিল শত শত,
ভুলিনি……এক চিলতেও তার এখনো।

বন্ধু ভুলে যেওনা কখনও (২ বার)
এক সাথে লড়েছি খেলার মাঠে, আড্ডা চলেছে কত
এক সাথে মিছিলে,
সংগ্রামে রাজপথে বাধা সয়েছি শত শত। (২ বার)
স্মৃতিগুলো আড়ালে, যায়নি তাও ভুলে,
ভুলিনি …… তুমিও ভুলোনা কখনো।।
বন্ধু ভুলে যেওনা কখনও

যেখানেই থাকো যেভাবেই থাকো
মনে রেখ আমিও আছি তখনো।
বন্ধু ভুলে যেওনা কখনও…

————–গজল লিরিক্স—————–

কেমন লেগেছে আপনাদের কাছে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ।

svg22157