Close

খুলনা সাহিত্য পরিষদ (কবিতা “অবাধ্য প্রেম”) – লেখক: আব্দুল্লাহ সেখ

অবাধ্য প্রেম
-লেখক: আব্দুল্লাহ সেখ
—————————-
প্রেমও লীলায় মত্ত আজি
সকলি বেলা অবেলা,
পার্কের কোনে বসে প্রেম
চলে সাঁঝ দুপুরবেলা।

পিতৃ স্নেহ পায়ে ঠেলে
চলে সারা বেলা,
রাত্রি এলে ঘুমিয়ে খুকি
ভাসে হাজার স্বপ্ন ভেলা।

কত রজনী রহিয়া জাগি
কথায় হেরেছে ভোর যামিনী,
মনের হরষে সাজায়ে তরী
ভাসায়ে কত স্রোতসিনী।

অশান্ত হৃদয় শকুনে ছিড়ে
শান্ত আজি এই ভীড়ে,
সখারে আজি পায় কি সে খুঁজে
সুযোগ পেলে খায় সে কুড়ে কুড়ে।

এ ধরায় প্রেম আজি বন্য
যুদ্ধের যেন সবি সৈন্য!
স্বর্গীয় প্রেম আজি হারে তার জন্য
বিদায় পৃথিবী করে সবি শূন্য।

পিতৃ কাধে হয়ে মরা লাশ
পরলোকে দিয়ে সাড়া,
ছলনায় মজি দিওনা কেউ
এমনি প্রেমে সাড়া।

কপিরাইট: আব্দুল্লাহ সেখ
পালক: পা১০জ২ক২০@১১০০পি

svg1105