Close

সাথী… 1st part লেখকঃ আব্দুল্লাহ সেখ..

সাথী….. 1st part
লেখকঃ আব্দুল্লাহ সেখ…

আমার নাম সাবিনা আমার বয়স ৮ বছর। আমার খেলার সাথী লক্ষি।
আমরা দুজনে যেখানে যায় একই সাথে যায়, একই থালায় ভাত খাই।
দুজনে আজও পুতুলের বিয়ে দিলাম, লক্ষি ছেলের মা আর আমি মেয়ের মা ওর ছেলের নাম আমিই রেখেছিলাম জয়।
আর আমার মেয়ের নাম ও রেখেছে জামিলা।
আমি আজ বিকালে মেয়েটাকে দেখতে যেতে চাইছিলাম কিন্তু হলনা।
বিয়ের দিনে মেয়ে তুলে দিয়ে কি কেও সেই দিন মেয়ের বাড়িতে যায়।
আমি সব ভেবে আজ আর হলনা যাও।
পরদিন খেলার পুতুল নিয়ে হাজির দুজনে………
আমি লিক্ষির কাছে ফোন করলাম… টিং টিং টিং
লক্ষিঃ সাবিনা বেয়ান কেমন আছেন????
আমিঃ ভালো আপনি কেমন আছেন??
লক্ষিঃ ভালো।
আমিঃ কাল কিন্তু আসছি মেয়ে জামাইকে আনতে।
লক্ষিঃঃ হ্যা আসেন বেয়ান।
আমিঃ মেয়েটা কেমন আছে???
লক্ষিঃ ভালো বেয়ান, আপনার মেয়ে কিন্তু এসেই আমাকে রান্নাঘরেই যেতে দেইনি,
বড্ড ভালো মেয়ে আপনা।
আমিঃ হা হা তাই নাকি যাক শুনে প্রানটা জুড়িয়ে গেল।
আচ্ছা রাখি কাল এসেই কথা বলব।
লক্ষিঃ আচ্ছা।
……….
বাকি অংশ পরে লিখবো……….

svg1183