
যখনই তোমাকে খুব বেশি মনে পরে.. আকাশের দিকে তাকিয়ে থাকি…
এই বুঝি তুমি বলবে এই পাগল কি হইছে তোমার। এই তো আমি। একটু কাজ করতেছিলাম।।
মন খারাপ করবে না একদম।
যখনই তোমাকে হাত বাড়িয়ে ছোঁয়ার চেষ্টা করি তখন আর ধরতে পারি না🥰 কারণ তুমি কতো দূরে থাকো।
এখন মন খারাপ হলে তোমাকে দেখি….
তোমার গান গুলো শুনি।
মনটা আজকে খুব বেশি অবাধ্য 🥰
তোমার কাছে আসার নেই কোনো সাধ্য 🌸
তবুও ভাবি এখনই ছুটে চলে আসি।
ভালোবাসলে এমন করেই বাসা উচিত। যতো বাধা আসুক না কেন যত বিপদ হোক না কেন সবসময় ই তোমার নামটাই মনে আসবে।
Writer: ASR Shawon
1 month ago
Leave a Reply
You must be logged in to post a comment.