LoginSign Up

মোবাইল ফোনের ৫টি মজার তথ্য জানা প্রয়োজন!

বিজ্ঞান ও প্রযুক্তি 10 months ago 16 Apr, 2020 at 1:03 am 396
Linkedin Pint

মোবাইল ফোন নেই এখন এমন মানুষ খুঁজে পাওয়া কস্টকর মোবাইল ফোন ছাড়া এখন আমাদের একটি দিন চলে না। আপনি কি জানেন এই মোবাইল ফোনের সকল তথ্য? চলুন দেখে আসি মজার ৫ টি তথ্য-

১. ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম মোবাইল ফোন বিক্রি শুরু হয়। প্রতিটি ফোনের দাম ছিল সে সময়কার চার হাজার মার্কিন ডলার|

২. ১৯৭৩ সালের ৩ এপ্রিল মোবাইল ফোন থেকে প্রথমবার কল করা হয়েছিল। মটোরোলার জ্যেষ্ঠ প্রকৌশলী মার্টিন কুপার প্রথমবারের মতো সেলুলার টেলিফোনে বিশ্বের প্রথম ফোনকলটি করেছিলেন। তাঁর তৈরি এই মোবাইল ফোনটির নাম ছিল ‘ডায়না টিএসি’।

৩. ২০০৩ সালে বাজারে আসার পর থেকে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে নকিয়ার তৈরি ১১০০ মডেলের ফোনটি। ২৫ কোটির বেশি বিক্রি হয়েছে এই মডেলের ফোনটি। এটিই বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া হ্যান্ডসেট ও বিশ্বের সর্বোচ্চ বিক্রি হওয়া কনজুমার ইলেকট্রনিকস ডিভাইস।

৪. যুক্তরাজ্যের মানুষ সবচেয়ে বেশি মোবাইল ফোন টয়লেটের মধ্যে ফেলে দেয়। শুধু যুক্তরাজ্যেই প্রতি বছর এক লাখের বেশি ফোন টয়লেটের ভেতর পড়ে।

৫. মানুষের মোবাইল ফোনের প্রতি নির্ভরতা এতটাই বেড়ে গেছে যে এতে আসক্ত হয়ে পড়ছেন অনেকেই। অনেকের মধ্যে নমোফোবিয়া বা মোবাইল হাতছাড়া হওয়ার ভয়ে ভীত হয়ে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এ ধরনের রোগীদের পরীক্ষার জন্য বিশেষ প্রশ্ন তৈরি করতে হয়েছে গবেষকেদের।

ক্রেডিটঃসাইমুন মহিন

10 months ago

Abdullah sk
I,m article writer, part time job in kokilbd
Like - Dislike Votes 0 - Rating 0 of 10

আরও দেখুন

ফোরাম বিভাগ