
তিনি ফ্যামিলি ম্যান৷ অর্থাৎ পরিবার তাঁর কাছে সবথেকে প্রিয়৷ সেই সলমন খান এবার প্রকাশ করলেন এমন এক ভিডিও যা দেখে আবেগে ভাসলেন ভক্তরা৷ মায়ের সঙ্গে একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভাইজান৷
একটি ইংরেজি গানের সঙ্গে মা-ছেলের এই নাচ মন ভারাবে সকলের৷ প্রথমে মাকে নিয়ে নিজের মতো করে কিছু ডান্স-স্টেপ করলেন সল্লু৷ মা সলমা ধীরেধীরে ছেলেকে অনুসরণ করে সেই মতো নাচতে লাগলেন৷ শেষে মাকে জড়িয়ে ধরলেন বলিউডের সুপারস্টার৷
আসলে তিনি সাধারণের জন্য স্টার, তবে মায়ের কাছে তো তিনি এখনও যেন ছোট্ট ছেলেটি৷ মা সলমাও ছেলের কাছে টেনে নিলেন৷ কিন্তু গান শেষ হতেই ক্যামেরায় যিনি ছিলেন তাকে সলমনের মা ক্যামেরা বন্ধ করতে বলেন৷ আসলে এতটা আবেগ প্রকাশ্যে আসুক, হয়ত চাননি সুপারস্টারের মা! আপাতত ভিডিওটি দেখুন…
সুত্রঃ নিউজ ১৮
2 years ago