Close

মধ্যবিত্ত | চাকরি খুজছি… | লেখক: আব্দুল্লাহ সেখ

মধ্যবিত্ত
লেখক: আব্দুল্লাহ সেখ

চাকরি খুজছি interview দিচ্ছি
প্রতিদিন।
শহরে আসছি চাকুরির জন্য। কোনো চাকুরির interview বাদ দেইনা আমি।
তানিয়া: তোমার চাকরি হতে হতে আমি বুরি হয়ে জওয়াব, তোমার সাথে আমার হবেনা।
ঝাঋ মেরে চলে গেল।
আমি অ অতিষ্ট আর ভালও লাগানে।
একটু পরে বাসায় এলাম
দুপুরের খাবার টা খেতে কিন্তু হারির তলা শুন্য। চোখে জল চলে আসলো এভাবে আর কতদিন, তানিয়ার ফোন: তুমি আর আমাকে কতদিন বসায়ে রাখবা? বলে ফোন কেটে দিল, রুমের সব এলোমেলো করে ছুরে ফেলে ফ্লোর এই ঘুমিয়ে গেলাম।
রাত হয়ে গেছে ভাবলাম বাইরে থেকে রুটি আর কলা খেয়ে আসি।
কিন্তু দোকানে গিয়ে পকেটে হাত দিয়ে দেখি ৫ টাকা আছে ১ টা রুটিই কিনে বাসায় এসে ১ গ্লাস পানি নিয়ে ভিজিয়ে খাচ্ছি, মার ফোন এলো
মা: কিছু খেয়েছিস রাতে?
আমি: হা মা ঐ বিরিয়ানি আর খাসির মাংস খাচ্ছি এখন, তুমি কোন চিন্তা কোরোনা, আমি ভালো আছি মা।
পরদিন interview শেষ এ পাশ করেছি। খুশিতে তানিয়ার কাছে যাবো,
কিন্তু আসার পথে রাস্তায় তানিয়াকে দেখে বুঝলাম সে আজ অন্য কারো।
এটাই তো বাস্তবতা।

svg1271