

এটা তুমি কি করলে?
কেন আমায় মারলে?
কি দোষ ছিলো আমার?
নাকি কেবল তোমার শখের বসে মারলে?
আমার বাসায় যে দুটি বাচ্চা এতীম হয়ে গেলো।
খাবার না পেয়ে ওরাও যে মরে শুকিয়ে যাবে।
এইটুকু ভাবলে না?
তুমি না সৃষ্টির শ্রেষ্ঠ?
তুমি না সব থেকে বুদ্ধিমান প্রানী?
তবে কেন, এমন নির্বোধের মত কাজ করলে?
–
তুমি না পড়েছ, “জীবকে যে ভালোবাসে, সে যেনো আল্লাহ কে_ই ভালোবাসে” তাহলে কেন আমায় ক্ষত বিক্ষত করে এমন যন্ত্রণাদায়ক মৃত্যু দিলে!
অকারণে জীব হত্যা তো মহাপাপ?
তবে কেন কেবল শখের বসে পাপী হলে?
আমার বাসায় গিয়ে দেখ, এতীম বাচ্চাগুলো খাবারের জন্য কেমন হাউমাউ করে চিৎকার করছে!
–
আসুন এইভাবে পশু-পাখি হত্যা করা থেকে বিরত থাকি।
ভুলে যাবেন না পশু-পাখিদেরও পরিবার আছে, ওদেরকেও আহার নিয়ে বাসায় ফিরতে হয়।
প্রত্যেকটা প্রানীকে মানবতা দিয়ে দেখুন,
আল্লাহ আপনার সহায় হবেন।