

বিয়ে করছেন রাজ-শুভশ্রী, খবরটা পুরনো। টালিউডের পরিচিত দুই মুখের চার হাত এক হওয়া নিয়ে গণমাধ্যমের মাতামাতির কমতি নেই। রেজিস্ট্রিটা আগেই হয়েছে। তাই কয়েকদিন বাদে হতে যাওয়া বিয়েটা এখন কেবল আনুষ্ঠানিকতাই। বিয়ের অনুষ্ঠান নিয়ে বর্ধমানের গাঙ্গুলী বাড়িতে সাজ সাজ রব।
তবে বিয়ের আনুষ্ঠানিকতা সাজার আগেই নিজেকে ভালো বউ-এর সার্টিফিকেট নিজেই দিলেন শুভশ্রী।
গত মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্ট দিয়েছেন এ অভিনেত্রী। যেখানে দুইটি ছবি পোস্ট করেছেন এবং তার ক্যাপশনের লিখেছেন, ‘আমার স্বামী দারুণ একটা বউ পেয়েছে।’
অন্যদিকে নিজের মা ও শুভশ্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে রাজ লেখেন, ‘আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ দুই নারী।’
কিছু দিন আগে হঠাৎ করেই রেজিস্ট্রি বিয়ে করেছিলেন রাজ ও শুভশ্রী। তখনই শোনা গিয়েছিল মে মাস নাগাদ সামাজিক অনুষ্ঠান করে বিয়ে করবেন তারা।
2 years ago