LoginSign Up

কি কারণে চুল পড়ে? চুল পড়া রোধে করণীয় কী? সমাধান ও খাদ্যাভাস

জীবনযাপন 10 months ago 5 Apr, 2020 at 12:39 am 299
Linkedin Pint
কি কারণে চুল পড়ে? চুল পড়া রোধে করণীয় কী? সমাধান ও খাদ্যাভাস

প্রতিদিন ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক। চুলের যত্ন ঠিকমতো না নেওয়া, বংশগতি, অতিরিক্ত রাসায়নিক ব্যবহার ইত্যাদি কারণে চুল পড়ার সমস্যা হয়।

কিছু খাবার রয়েছে যেগুলো চুলপড়া প্রতিরোধে কাজ করে। চুলপড়া প্রতিরোধ করে, এমন চার খাবারের নাম জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।

১. ডিম

প্রোটিন চুলের মূল উপাদান। আর ডিমে রয়েছে প্রোটিন। তাই চুল ভালো রাখার জন্য ডিম খাওয়া উপকারী। প্রোটিন ছাড়াও ডিমের মধ্যে রয়েছে বায়োটিন ও ভিটামিন বি। এগুলো চুলপড়া প্রতিরোধে কাজ করে।

২. বাদাম

বাদামের মধ্যে রয়েছে প্রোটিন, ভিটামিন, মিনারেল, স্বাস্থ্যকর চর্বি ও ফাইটোক্যামিক্যাল। এগুলো চুলপড়া প্রতিরোধ করে এবং চুলের মলিন ভাব কমায়। নিয়মিত বাদাম খেলে সারা বছরই চুল ভালো থাকে।

৩. গাজর

গাজরের মধ্যে রয়েছে বেটা কেরোটিন। এটি চুল স্বাস্থ্যকর রাখার জন্য জরুরি। সকালে এক গ্লাস গাজরের জুস খেয়ে দিন শুরু করুন।

৪. পালং শাক

পালং শাকে পুষ্টি ভরপুর রয়েছে। পাশাপাশি রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। এ সবুজ শাকটির মধ্যে রয়েছে ভিটামিন বি, সি ও ই। এ ছাড়া রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম। পাশাপাশি রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি এসিড। এগুলো চুলের জন্য ভালো।
#collect

10 months ago

Abdullah sk
I,m article writer, part time job in kokilbd
Like - Dislike Votes 0 - Rating 0 of 10

আরও দেখুন

ফোরাম বিভাগ