LoginSign Up

ইসলাম ধর্ম নিয়ে ছবি বানাচ্ছেন অনন্ত জলিল

বিনোদন 8 months ago 23 Jul, 2019 at 9:43 am 302
Linkedin Pint
ইসলাম ধর্ম নিয়ে ছবি বানাচ্ছেন অনন্ত জলিল

এবার ইসলাম ধর্ম নিয়ে ছবি বানাচ্ছেন চিত্রনায়ক অনন্ত জলিল। চলচ্চিত্রটির মূল ভাবনা থাকবে ‘সন্ত্রাস নয় শান্তির ধর্ম ইসলাম। এর এটিকেই উজীব্য করে চিত্রনাট্য তৈরি করছেন পরিচালক ছটকু আহমেদ।

জানা গেছে, ছবিটির নাম হবে ‘দ্বীন-দ্য ডে’। এতে চিত্রনায়ক অনন্ত জালিলের সঙ্গে অভিনয় করবেন তার স্ত্রী বর্ষা। এছাড়ও ইরান ও মরক্কো থেকে একজন নায়িকা ও বেশকিছু অভিনয়শিল্পী নেয়া হবে।।

বাংলাদেশের দুই বন্ধুর ভিন্ন দু’টি পথে এগিয়ে যাওয়ার সূত্র ধরে এগুবে ছবির কাহিনি। এছাড়া সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সিরিয়ায় আমেরিকা, যুক্তরাজ্য ও ফ্রান্সের হামলাসহ আইএস এর নামে নিরীহ মানুষ হত্যার বিষয়গুলো উঠে আসবে এতে। মরক্কো এবং সিরিয়ায় শুটিং হবে ছবিটির। তবে ছবিটি ধর্মনির্ভর হলেও এতে নাচ গান সবই থাকবে বলে জানা গেছে।

ছবির চিত্রনাট্যকার ছটকু আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘ইসলাম টেরোরিজম সাপোর্ট করে না। ইসলামকে খারাপভাবে উপস্থাপন করে পশ্চিমা বিশ্ব কী ফায়দা লুটতে চায়? আন্তর্জাতিক এ গুরুত্বপূর্ণ ইস্যুটিকে কেন্দ্র করে এ ছবিতে ইসলামকে ইতিবাচকভাবে উপস্থাপন করা হবে।’

অ্যাকশন নির্ভর ছবিটির শুটিং আগামী নভেম্বরে শুরু হবে বলেও জানান তিনি।

 

সুত্রঃ সময় ডট টিভি
8 months ago

Like - Dislike Votes 0 - Rating 0 of 10

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


আরও দেখুন

ফোরাম বিভাগ